আন্তর্জাতিক ড্রাগ পাচারকারীরা অভিনব উপায়ে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে মাদক দ্রব্য মেথাএমফেটামিন পাচারের চেষ্টা করছিলো।
কিন্তু শেষ পর্যন্ত সিডনির পুলিশের হাতে এসব ধরা পড়েছে।পাচারকারীরা প্যাডেড জেল ব্রার ভেতরে ঢুকিয়ে এই মাদক দ্রব্য পাচারের চেষ্টা করছিলো।
পুলিশ বলছে, জেল ব্রার ভেতরে অত্যন্ত কৌশলে ঢুকিয়ে দেওয়া এই ড্রাগের মূল্য প্রায় এক বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
প্যাডেড ব্রা তৈরির জন্যে এসব জেল ব্যবহার করা হয়।
কর্তৃপক্ষ বলছে, হং কং থেকে ৭২০ লিটার বা ১৬০ গ্যালন মেথাএমফেটামিন পাচারের চেষ্টা হচ্ছিলো অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার আইনমন্ত্রী বলেছেন, অপরাধী চক্রটি অস্ট্রেলিয়ার ‘আইস মার্কেট’ থেকে প্রচুর মুনাফা অর্জন করতে চেয়েছিলো।
অস্ট্রেলিয়ায় মেথাএমফেটামিন ড্রাগের বাজার ‘আইস মার্কেট’ হিসেবে পরিচিত।
এর ব্যবহারকারীদের কাছে এটি আইস নামেই পরিচিত।
বলা হচ্ছে, দেশটির ইতিহাসে এতো বড়ো ড্রাগের চালান এর আগে কখনো ধরা পড়েনি।
এই পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে একজন চীনা এবং হং কং এর চার ব্যক্তিকে আটক করা হয়েছে।