সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল
নিশ্চিত করেছেন সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের
একটি ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
জেনারেল আহমেদ আল-আসিরি বলেছেন সিরিয়ায় সৈন্য মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।সম্প্রতি ইরাকের সরকারের কাছ থেকে বলা হয় সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত।
এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।
জেনারেল আল-আসিরি বলেছে, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সৈন্য এখনো পাঠানো যায়নি।
তবে, তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে আই-এসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে।
তুরস্ক এবং সৌদি আরব সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের ঘোর বিরোধী। এই দুটি দেশই বাশার বিরোধী বিদ্রোহীদের প্রধান সাহায্য-দাতা।
তবে রাশিয়ার বিমান হামলার কারণে তুরস্ক সীমান্তের কাছাকাছি আলেপ্পো প্রদেশে তাদের সমর্থিত বিদ্রোহীরা কোনাঠাসা হয়ে পড়ার পর থেকে তুরস্ক এবং সৌদি আরব প্রচণ্ড ক্ষুব্ধ।
গত কয়েকদিনে তুরস্ক সিরিয়ার ভেতর সেনা অভিযানের হুমকি দিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী খোলাখুলি বলেছেন সৌদি আরবের সাথে মিলে সিরিয়ায় সেনা অভিযানের পরিকল্পনা করছেন তারা।
তুরস্ক গতকাল সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের লক্ষ্য করে গোলাও ছুড়েছে।
সিরিয়ার এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ওবামা গতকাল (শনিবার) টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে।