সমস্ত প্রসংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদের শেষ যামানার নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাঃ এর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং লক্ষ কোটি দরূদ
বর্ষিত হোক মানবতার শান্তির দূত মহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাঃ এর
উপর। যিনি তার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে রাতে দিনে শুধু পরিয়াদ
করেছেন। এবং কেয়ামত পর্যন্ত আশা সকল ফিনতা সম্পর্কে অবগত করেছেন।
দাজ্জালের ফিতনাসমূহ ।
আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবী করবে (যার কিছূ আলোচনা ১ম পর্বে আলোচনা করেছি)।
তার দাবীর পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাঃ আগেই সতর্ক করেছেন।
মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রাব্ব বা প্রভু হিসেবেও দাবী করবে। ঈমানদারের কাছে এ দাবীটি সুস্পষ্ট দিবালোকের মত মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবীর পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায়, পেশাব-পায়খান করে। সর্বোপরি সে হবে অন্ধ। যার ভিতরে মানবীয় সব দোষ-গুণ বিদ্যমান সে কিভাবে রব্ব ও আল্লাহ হতে পারে!! একজন সত্যিকার মুমিনের মুমিনের বিশ্বাস হলোঃ মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ-ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোন সৃষ্টজীবই তার মত নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়।
দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে :
দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের ( كافر) লেখা থাকবে।
حدثنا سليمان بن حرب حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه و سلم ما بعث نبي إلا أنذر أمته الأعور الكذاب ألا إنه أعور وإن ربكم ليس بأعور وإن بين عينيه مكتوب كافر
অর্থ, হযরত আনাস রাঃ থেকে বর্নিত রাসূল সাঃ এরশাদ করেন, সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। এবং তার উভয় চোখের মাঝে কাফের লিখা থাকবে।
(ছহীহুল বুখারী: ৬/২৬০৮ হাদীস নং ৬৭১২, ছহীহ মুসলিম: ৪/২২৪৮ ২৯৩৩ )
অপর বর্ণনায় আছে তার কপালে (ك ف ر) এই তিনটি বর্ণ লেখা থাকবে।
حدثنا محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن قتادة قال سمعت أنسا قال قال رسول الله صلى الهل عليه وسلم ما من نبي إلا وقد أنذر أمته الأعور الكذاب ألا أنه أعور وإن ربكم ليس بأعور مكتوب بين عينيه ك ف ر
অর্থ, হযরত আনাস রাঃ থেকে বর্নিসত রাসূল সাঃ এরশাদ করেন, সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। এবং তার উভয় চোখের মাঝে (ك ف ر) লিখা থাকবে।
(জামে তিরমিযী: ৪/৫১৬ হাদীস নং ২২৪৫ ছহীহ মুসলিম:৪/২২৪৮ হাদীস নং ২৯৩৩)
ইমাম তিরমিযী হাদীসটি উল্লেখ করার পর বলেন ,
هذا حديث حسن صحيح
এ হাদীসটি হাসান এবং ছহীহ।
মুসলিম শরীফের অপর বর্ণনায় আছে তার কপালে (ك ف ر) এই তিনটি বর্ণ লেখা থাকবে। এবং তা শিক্ষিত-অশিক্ষি সকল মুসলিম ব্যক্তিই পড়তে পারবে।
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يزيد بن هارون عن أبي مالك الأشجعي عن ربعي بن حراش عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم لأنا أعلم بما مع الدجال منه معه نهران يجريان أحدهما رأى العين ماء أبيض والآخر رأى العين نار تأجج فإما أدركن أحد فليأت النهر الذي يراه نارا وليغمض ثم ليطأطئ رأسه فيشرب منه فإنه ماء بارد وإن الدجال ممسوح العين عليها ظفرة غليظة مكتوب بين عينيه كافر يقرؤه كل مؤمن كاتب وغير كاتب
(ছহীহ মুসলিম:৪/২২৪৮ হাদীস নং ২৯৩৪)
মোটকথা আল্লাহ মুমিনের জন্যে অন্তদৃষ্টি খোলে দিবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত।
কিন্তু কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবেনা। যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক হয়। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলীল-প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি।
ইনশা আল্লাহ আগামী পর্বে আলোচনা করব, দাজ্জাল বর্তমানে কোথায় আছে সে বিষয়ে।
দাজ্জালের ফিতনাসমূহ ।
আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবী করবে (যার কিছূ আলোচনা ১ম পর্বে আলোচনা করেছি)।
তার দাবীর পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাঃ আগেই সতর্ক করেছেন।
মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রাব্ব বা প্রভু হিসেবেও দাবী করবে। ঈমানদারের কাছে এ দাবীটি সুস্পষ্ট দিবালোকের মত মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবীর পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে, নিদ্রা যায়, পেশাব-পায়খান করে। সর্বোপরি সে হবে অন্ধ। যার ভিতরে মানবীয় সব দোষ-গুণ বিদ্যমান সে কিভাবে রব্ব ও আল্লাহ হতে পারে!! একজন সত্যিকার মুমিনের মুমিনের বিশ্বাস হলোঃ মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ-ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোন সৃষ্টজীবই তার মত নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়।
দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে :
দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের ( كافر) লেখা থাকবে।
حدثنا سليمان بن حرب حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه و سلم ما بعث نبي إلا أنذر أمته الأعور الكذاب ألا إنه أعور وإن ربكم ليس بأعور وإن بين عينيه مكتوب كافر
অর্থ, হযরত আনাস রাঃ থেকে বর্নিত রাসূল সাঃ এরশাদ করেন, সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। এবং তার উভয় চোখের মাঝে কাফের লিখা থাকবে।
(ছহীহুল বুখারী: ৬/২৬০৮ হাদীস নং ৬৭১২, ছহীহ মুসলিম: ৪/২২৪৮ ২৯৩৩ )
অপর বর্ণনায় আছে তার কপালে (ك ف ر) এই তিনটি বর্ণ লেখা থাকবে।
حدثنا محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن قتادة قال سمعت أنسا قال قال رسول الله صلى الهل عليه وسلم ما من نبي إلا وقد أنذر أمته الأعور الكذاب ألا أنه أعور وإن ربكم ليس بأعور مكتوب بين عينيه ك ف ر
অর্থ, হযরত আনাস রাঃ থেকে বর্নিসত রাসূল সাঃ এরশাদ করেন, সকল নবীই তাদের উম্মাতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। দাজ্জাল অন্ধ হবে। আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। এবং তার উভয় চোখের মাঝে (ك ف ر) লিখা থাকবে।
(জামে তিরমিযী: ৪/৫১৬ হাদীস নং ২২৪৫ ছহীহ মুসলিম:৪/২২৪৮ হাদীস নং ২৯৩৩)
ইমাম তিরমিযী হাদীসটি উল্লেখ করার পর বলেন ,
هذا حديث حسن صحيح
এ হাদীসটি হাসান এবং ছহীহ।
মুসলিম শরীফের অপর বর্ণনায় আছে তার কপালে (ك ف ر) এই তিনটি বর্ণ লেখা থাকবে। এবং তা শিক্ষিত-অশিক্ষি সকল মুসলিম ব্যক্তিই পড়তে পারবে।
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يزيد بن هارون عن أبي مالك الأشجعي عن ربعي بن حراش عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم لأنا أعلم بما مع الدجال منه معه نهران يجريان أحدهما رأى العين ماء أبيض والآخر رأى العين نار تأجج فإما أدركن أحد فليأت النهر الذي يراه نارا وليغمض ثم ليطأطئ رأسه فيشرب منه فإنه ماء بارد وإن الدجال ممسوح العين عليها ظفرة غليظة مكتوب بين عينيه كافر يقرؤه كل مؤمن كاتب وغير كاتب
(ছহীহ মুসলিম:৪/২২৪৮ হাদীস নং ২৯৩৪)
মোটকথা আল্লাহ মুমিনের জন্যে অন্তদৃষ্টি খোলে দিবেন। ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত।
কিন্তু কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবেনা। যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক হয়। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলীল-প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি।
ইনশা আল্লাহ আগামী পর্বে আলোচনা করব, দাজ্জাল বর্তমানে কোথায় আছে সে বিষয়ে।
শায়েখ মুফতী ফখরুল ইসলাম নিজামপূরী
পরিচালক: ফিকহে হানাফী রিসার্চ সিন্টার চট্টগ্রাম, বাংলাদেশ
পরিচালক: ফিকহে হানাফী রিসার্চ সিন্টার চট্টগ্রাম, বাংলাদেশ